ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

তেহরানে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২০
তেহরানে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় নিহত ১৯ হতাহতদের উদ্ধার করছেন মেডিক্যাল বিভাগের কর্মীরা ।

ইরানের রাজধানী তেহরানে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় কমপক্ষে আরও ২৪ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ভোরে তেহরান থেকে গোলেস্তান প্রদেশের গোনবাদের পাহাড়ি রাস্তায় দিয়ে যাওয়া সময় বাসটি দুর্ঘটনার কবলে পড়ে । এতে কমপক্ষে ১৯ জন নিহত ও ২৪ জন আহত হয়েছে বলে স্থানীয় সংবাদ সংস্থা জানিয়েছে।

অফিসিয়াল বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, ব্রেক ব্যর্থতায় তেহরানের ১৫০ কিলোমিটার উত্তর-পূর্বে মাজান্দারান প্রদেশে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৫১৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।