আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শুক্রবার (১০ জানুয়ারি) স্থানীয় সময় বিকেলের দিকে কোয়েটা স্যাটেলাইট টাউনে বিস্ফোরণে এ ঘটনা ঘটে।
প্রদেশের ডিআইজি আব্দুল রাজ্জাক চিমা জানান, বিস্ফোরণে নিহতদের মধ্যে ডিএসপিও রয়েছেন।
তবে বিস্ফোরণটি কী ধরনের তা নির্ধারণে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রাথমিক কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।
এদিকে বিস্ফোরণের ঘটনায় নিন্দা জানিয়ে বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী জিয়া লানগোভ বলেছেন, পাকিস্তানের উন্নয়ন দেখে সন্ত্রাসীরা ভীত। অভ্যন্তরীণ ও বৈশ্বিক সন্ত্রাসীরা সফল হামলা চালাতে ব্যর্থ হয়ে জনমনে ভীতির সঞ্চার ও অস্থিরতা তৈরি করতে এ ধরনের কাজ করছে।
গত নভেম্বরে প্রদেশের কুচলাক এলাকায় বিস্ফোরণের ঘটনায় পাকিস্তানের আধা-সামরিক বাহিনী ‘ফ্রন্টিয়ার কর্পস’র দুই সদস্য নিহত হন। যদিও ওই ঘটনার পর নিরাপত্তা বাবিনীর সদস্যরা নিয়মিত টহল অব্যাহত রেখেছেন।
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২০
জেডএস