রোববার (১২ জানুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।
খবরে বলা হয়, শনিবার (১১ জানুয়ারি) ইরানের রাজধানী তেহরানে বিক্ষোভকারীরা প্রথমে প্লেন বিধ্বস্তের ঘটনায় নিহতদের শ্রদ্ধা জানাতে জড়ো হলেও বিকেলের দিকে তারা ক্ষুব্ধ হয়ে ওঠেন।
এ ঘটনায় ‘সংশয়াতীতভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘিত হয়েছে’ বলে মন্তব্য করেছে যুক্তরাজ্য।
এক বিবৃতিতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব বলেন, সুস্পষ্ট কারণ ও ব্যাখ্যা ছাড়া তেহরানে আমাদের রাষ্ট্রদূতকে গ্রেফতার করা হয়েছে, এতে সংশয়াতীতভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘিত হয়েছে।
সেখানে আরও বলা হয়, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে ‘পরিত্যক্ত’ হওয়ার চৌমাথায় দাঁড়িয়ে আছে ইরান সরকার। এ অবস্থা নিরসন করতে হলে কূটনৈতিক পথ অনুসরণ করে পরিস্থিতি শান্ত করার উদ্যোগ নিতে হবে।
গত বুধবার (৮ জানুয়ারি) তেহরানে ইউক্রেনের যাত্রীবাহী প্লেন বোয়িং ৭৩৭-৮০০ (ফ্লাইট- পিএস৭৫২) বিধ্বস্ত হয়। এতে ১৭৬ আরোহী প্রাণ হারান। তাদের মধ্যে ৮২ ইরানি, ৫৭ কানাডিয়ান, ৯ ইউক্রেনীয়, ৪ আফগান, ৪ ব্রিটিশ ও ৩ জার্মান ছিলেন। এ ঘটনায় অভিযোগের আঙুল ইরানের দিকে উঠলেও তারা তা অস্বীকার করে। অবশেষে ঘটনার তিনদিন পর শনিবার কর্তৃপক্ষ স্বীকার করে, ‘অনিচ্ছাকৃত’ ভুলে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ভূপাতিত হয়েছে ইউক্রেনের প্লেন।
বাংলাদেশ সময়: ১১১৯ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২০
এফএম