ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন ক্ষয়ক্ষতির ভিডিও প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২০
ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন ক্ষয়ক্ষতির ভিডিও প্রকাশ

ইরাকে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার প্রথম ভিডিও প্রকাশ করেছে মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন। 

কুদস ফোর্সের কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলেমানিকে হত্যার প্রতিশোধ নিতে ইরান মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

সিএনএনের ভিডিওতে দেখা যাচ্ছে, ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন সেনাদের ড্রয়িং রুম ও বাসস্থান ধ্বংস হয়ে গেছে।

হামলার পর ভবনগুলোতে আগুন ধরে পুড়ে যায়।  

রিপোর্টে বলা হয়েছে, ইরান প্রায় দুই ঘণ্টা ধরে ঘাঁটির মার্কিন সেনাদের অংশে হামলা চালায়। এতে ওই ঘাঁটির প্রায় এক-চতুর্থাংশ এলাকা ধ্বংস হয়েছে।  

ঘাঁটির মার্কিন সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল স্টাসি কলেমস্যান দাবি করেন, হামলার বিষয়ে আগাম সতর্কবার্তা পেয়ে তারা বাংকারে লুকিয়েছিলেন। হামলায় কেউ হতাহত হয়েছেন কি না তা ওই প্রতিবেদনে প্রকাশ করেনি সিএনএন।  

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও দাবি করেছেন, হামলায় কেউ হতাহত হয়নি।  

অন্যদিকে ইরানের দাবি, ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ৮০ মার্কিন সেনা নিহত ও ২০০ জন আহত হয়েছেন। হতাহতদের বিমানে করে ইসরায়েলে নেয়া হয়েছে।  

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২০
এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।