শনিবার (১১ জানুয়ারি) এ ঘটনা ঘটে। যদিও তীব্র শীত আফগানিস্তানে নতুন নয়, তবে এবার আবহাওয়া অন্যান্য বছরের চেয়ে চরম আকার ধারণ করেছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।
আফগান প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মুখপাত্র তামিম আজিমি জানিয়েছেন, এ রকম চরম শৈত্যপ্রবাহ হবে ভাবতে পারিনি আমরা। এর কারণে মৃত্যু ও অসুস্থ হওয়ার খবর পাচ্ছি। কিন্তু এখনই সঠিক করে বলা যাচ্ছে না কতজন মারা গেছেন শীতে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, দেশটির কোনো কোনো অংশে তাপমাত্রা মাইনাস ১২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমেছে। এ কারণে শনিবার যারা মারা গেছেন, তাদের নিয়ে নতুন বছরে এ পর্যন্ত অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২০
টিএ