ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

তীব্র শৈত্যপ্রবাহ আফগানিস্তানে, ১৭ জনের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২০
তীব্র শৈত্যপ্রবাহ আফগানিস্তানে, ১৭ জনের মৃত্যু

আফগানিস্তানে তীব্র শৈত্যপ্রবাহ বইছে গত কয়েকদিন ধরে। একইসঙ্গে রয়েছে ভারী তুষারপাত এবং প্রবল বৃষ্টিও। আর এতে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দেশটির সরকারি কর্মকর্তারা।

শনিবার (১১ জানুয়ারি) এ ঘটনা ঘটে। যদিও তীব্র শীত আফগানিস্তানে নতুন নয়, তবে এবার আবহাওয়া অন্যান্য বছরের চেয়ে চরম আকার ধারণ করেছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।

এছাড়া এই মৃত সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আফগান প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মুখপাত্র তামিম আজিমি জানিয়েছেন, এ রকম চরম শৈত্যপ্রবাহ হবে ভাবতে পারিনি আমরা। এর কারণে মৃত্যু ও অসুস্থ হওয়ার খবর পাচ্ছি। কিন্তু এখনই সঠিক করে বলা যাচ্ছে না কতজন মারা গেছেন শীতে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, দেশটির কোনো কোনো অংশে তাপমাত্রা মাইনাস ১২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমেছে। এ কারণে শনিবার যারা মারা গেছেন, তাদের নিয়ে নতুন বছরে এ পর্যন্ত অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২০
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।