শনিবার (২৫ জানুয়ারি) দেশের ৭১তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ২০২০ এর পদ্মবিভূষণ পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করে নরেন্দ্র মোদী সরকার। এতে ক্ষমতাসীন বিজেপির তিন প্রয়াত নেতা অরুণ জেটলি, সুষমা স্বরাজ এবং জর্জ ফার্নান্দেজ ভূষিত হয়েছেন।
এ দিন ঘোষণা করা হয় দেশের তৃত্বীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণ প্রাপ্তদের নামও। এতে ভূষিত হয়েছেন গোয়ার সাবেক মুখ্যমন্ত্রী মনোহর পরিকরসহ ১৬ জন। বিজেপির প্রয়াত নেতা মনোহর পরিকরও গতবছর মারা গেছেন।
এছাড়া শনিবার চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রীতে ভূষিত করা হয় ১১৮ জনকে। এর মধ্যে ৩৪ জনই নারী বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।
পদ্মবিভূষণে ভূষিতদের একটি পদক একং একটি মানপত্র দেন দেশের রাষ্ট্রপতি। ১৯৫৪ সালের ২ জানুয়ারি থেকে এ পুরস্কার চালু হয়। পদ্মবিভূষণের মর্যাদা দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ভারতরত্নের পরে। কিন্তু পদ্মভূষণের আগে।
বাংলাদেশ সময়: ২২০৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২০
টিএ