ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে করোনা ভাইরাসে মৃত্যু বেড়ে ১০৬, আক্রান্ত সাড়ে ৪ হাজার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২০
চীনে করোনা ভাইরাসে মৃত্যু বেড়ে ১০৬, আক্রান্ত সাড়ে ৪ হাজার ভাইরাস ঠেকাতে মাস্ক পরনে শিশুরা।

নতুন প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে এশিয়া দেশ চীনে। ইতোমধ্যেই ১০৬ জন মারা গেছেন। একইসঙ্গে একদিনের ব্যবধানে দ্বিগুণ হয়ে গেছে ভাইরাসটিতে সংক্রমণ সংখ্যা।

একদিন আগে অর্থাৎ ২৬ জানুয়ারি পর্যন্ত এর আক্রান্ত সংখ্যা ছিল দুই হাজার ৮৩৫ জন। যা সোমবার (২৭ জানুয়ারি) গিয়ে দাঁড়িয়েছে প্রায় ৪৫১৫ জনে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) চীন কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্বজুড়ে আতঙ্ক ছড়ানো নতুন ভাইরাসে আক্রান্ত সংখ্যা ক্রমেই বাড়ছে। একদিনের মধ্যে প্রায় দ্বিগুণ হয়ে গেছে।

ভাইরাসটির সংক্রমণ আক্রান্ত প্রতিরোধে দেশটিতে ভ্রমণ ও শহরে গণপরিবহন চলাচলের ওপর নিষেধাজ্ঞারোপ করা হয়েছে।

ভাইরাসটির বিস্তার বাড়ছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। চীন কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে বলে সতর্ক করেছেন তিনি।

২০১৯ সালের শেষ দিকে চীনের মধ্যাঞ্চলীয় শহর উহানের একটি সি-ফুড মার্কেট থেকে ভাইরাসটি ছড়িয়েছে বলে ধারণা করা হয়।

দেশটির উহান থেকে ভাইরাসটির প্রাদুর্ভাব রাজধানী বেইজিংসহ বিভিন্ন প্রদেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র, জার্মানি, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, জাপান, মালয়েশিয়া, নেপাল, ফ্রান্স ও কানাডা পর্যন্ত ছড়িয়েছে।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।