ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মোদী ঢাকায় আসছেন ১৭ মার্চ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২০
মোদী ঢাকায় আসছেন ১৭ মার্চ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (ফাইল ছবি)

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ উপলক্ষে ১৭ মার্চ ঢাকায় আসছেন তিনি।

বুধবার (২৯ জানুয়ারি) ভারতীয় প্রধানমন্ত্রীর দফতরের কর্মকর্তাদের বরাত দিয়ে এ সংবাদ জানায় ভারতীয় সংবাদমাধ্যম।

খবরে জানানো হয়, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে নরেন্দ্র মোদী বক্তব্য রাখবেন।

মোদী এমন সময় ঢাকায় আসছেন, যখন সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ), জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) ও অন্য বিভিন্ন ইস্যুতে ভারতজুড়ে বিক্ষোভ চলছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে ইতোমধ্যেই এ বিষয়গুলোকে ভারতের ‘অভ্যন্তরীণ বিষয়’ বলে মন্তব্য করা হয়েছে।

খবরে বলা হয়, সিএএ ও এনআরসি’র মতো স্পর্শকাতর বিষয় স্বত্ত্বেও মোদীর এ সফর ভারত-বাংলাদেশের সম্পর্কের দৃঢ়তাকে প্রকাশ করছে।

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২০
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।