বুধবার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে ইইউ পার্লামেন্টে ব্রেক্সিটের ওপর ঐতিহাসিক ভোটাভুটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখানে ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট সদস্যরা অনুমোদন দিলেই ৩১ জানুয়ারি মধ্যরাতে (১১টা ৪০ মিনিট) ইইউ থেকে বিদায় নেবে ব্রিটেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, বুধবারের ইউরোপীয় পার্লামেন্টের অধিবেশন অনেকটাই নামমাত্র। কেননা, গত সপ্তাহেই এর সংসদীয় কমিটির বৈঠকে কোনো দ্বিধা ছাড়াই ব্রিটেনের ইইউ থেকে বেরিয়ে যাওয়ার প্রস্তাব অনুমোদন পেয়েছে।
এছাড়া ইতোমধ্যেই ওই ব্রেক্সিট প্রস্তাবে স্বাক্ষর হয়ে গেছে ব্রাসেলসের শীর্ষ পর্যায়ের কয়েকজনের। একইসঙ্গে প্রস্তাবটি পাঠানোও হয়ে গেছে লন্ডনে প্রধানমন্ত্রী বরিস জনসনের কাছে ব্রিটেন সরকারের স্বাক্ষরের জন্য।
বুধবারের অধিবেশনে বক্তব্য রাখবেন ব্রিটেনের ব্রেক্সিট পার্টির নেতা নাইজেল ফ্যারেজ। তিনি ১৯৯৯ সালে নির্বাচিত হওয়ার পর থেকেই ব্রেক্সিট নিয়ে জোর প্রচারণা চালিয়ে আসছিলেন।
এর আগে ইউরোপীয় কাউন্সিলে দুই দশক ধরে ব্রাসেলসের কাঁটা হয়ে থাকা নাইজেল ফ্যারেজ সংবাদ সম্মলনে ঘোষণা দিয়ে বলেছেন, ৩১ জানুয়ারি রাত ১১টা ৪০ মিনিটে ৪৭ বছর পর ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করবে ব্রিটেন। এ নিয়ে আমরা আর কোনো প্রত্যাবর্তনের পয়েন্ট পার করব না।
এদিকে, ভোটাভুটি শেষ হওয়ার পরই ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়া ব্রিটেনের সদস্যরা নিজেদের অন্যান্য সহকর্মীদের সঙ্গে একটি বিদায় অনুষ্ঠানে মিলিত হবেন বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২০
টিএ