ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রাশিয়ায় কারাদণ্ডপ্রাপ্ত ইসরায়েলি নারীকে ক্ষমা করলেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২০
রাশিয়ায় কারাদণ্ডপ্রাপ্ত ইসরায়েলি নারীকে ক্ষমা করলেন পুতিন আমেরিকান-ইসরায়েলি নারী নামা ইসাচার। ছবি: সংগৃহীত

মাদক পাচারের অভিযোগে রাশিয়ায় কারাদণ্ডপ্রাপ্ত আমেরিকান-ইসরায়েলি নারী নামা ইসাচারের (২৭) সাজা মওকুফ করে দিলেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বুধবার (২৯ জানুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানায় ক্রেমলিন।

ওই বিবৃতিতে বলা হয়, ‘মানবিক’ দিক বিবেচনা করে ইসাচারকে ক্ষমা করে সাজা মওকুফ করার নির্দেশ দেন প্রেসিডেন্ট।

এ ঘটনার পর এক বিবৃতিতে পুতিনকে ধন্যবাদ জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, ইসাচারকে ক্ষমা করে দেওয়ার জন্য আমি আমার বন্ধু প্রেসিডেন্ট পুতিনকে ধন্যবাদ জানাই।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশিত ‘মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা’ নিয়ে পুতিনের সঙ্গে আলোচনার জন্য মস্কো যাওয়ার কথা রয়েছে নেতানিয়াহুর।

ক্ষমা ঘোষণার প্রায় এক সপ্তাহ আগে নামার মা ইয়াফা ইসাচার এবং নেতানিয়াহুর সঙ্গে জেরুজালেমে দেখা করেন পুতিন।

গত বছরের এপ্রিলে লাগেজে ৯ দশমিক ৫ গ্রাম গাঁজাসহ মস্কো বিমানবন্দরে ধরা পড়েন ইসাচার। মাদক পাচারের অভিযোগে তাকে সাড়ে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়। তারপর থেকে মস্কোয় এক কারাগারে ছিলেন তিনি। গ্রেফতারের পর থেকেই তাকে ক্ষমা করে ইসরায়েলে ফেরার অনুমতি দেওয়ার জন্য পুতিনকে বেশ কয়েকবার অনুরোধ করেছেন নেতানিয়াহু।

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।