জানা গেছে, রোববার রাতেও বিশ্ববিদ্যালয় চত্বরে গত সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ চলছিল। এ সময় অন্ধকারে একটি স্কুটারে করে এসে বন্দুক দিয়ে গুলি চালায় ২ সন্দেহভাজন।
অন্যদিকে শাহিনবাগে সিএএ বিরোধী বিক্ষোভ চলছে গত প্রায় ২ মাস ধরে। জামিয়া বিশ্ববিদ্যালয় থেকে শাহিনবাগের দূরত্ব প্রায় ২ কিলোমিটার।
গুলির সময় বিশ্ববিদ্যালয়ের গেটের কাছে জড়ো হওয়া লোকজনের টুইট করা মোবাইল ভিডিওগুলিতে বন্দুকের গুলির শব্দ শুনতে পাওয়া যায় এবং দেখা যায় লোকজন আতঙ্কে ছোটাছুটি করছে।
এর আগে গত বৃহস্পতিবার পুলিশের উপস্থিতিতেই জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি চালায় রামভক্ত গোপাল নামে এক তরুণ। আহত হন জামিয়া বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র। এরপর শনিবার দিল্লির শাহিনবাগের বিক্ষোভেও হামলার ঘটনা ঘটে। তার রেশ কাটতে না কাটতেই ২৪ ঘণ্টার মধ্যে ফের জামিয়ায় গুলি চলল।
বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২০
এজে