ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিজেপি ‘ফেকুদের’ দল: মমতা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২০
বিজেপি ‘ফেকুদের’ দল: মমতা

বিজেপিকে ফেকুদের দল বলে মন্তব্য করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

বুধবার কৃষ্ণনগরে এক কর্মীসভায় মমতা বলেন, ‘বিজেপি ফেকুদের দল। ওরা কেবল ফেক নিউজ ছড়াতেই পছন্দ করে।

ওরা মানুষকে বন্দুক ও বুলেটের ভয় দেখিয়ে ধর্মের ভিত্তিতে দেশকে ভাগ করতে চায়। ’

বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর কয়েক দিন আগে মন্তব্য করেছিলেন, ‘বিশ্বাসঘাতকদের গুলি করে দাও। ’ সেই মন্তব্যের প্রতিক্রিয়ায় মমতা নাম উল্লেখ না করেই বলেন, ‘কী করে একজন কেন্দ্রীয় মন্ত্রী, যিনি একটি সাংবিধানিক পদে রয়েছেন, তিনি এমন মন্তব্য করতে পারেন। ’

এদিন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেও কটাক্ষ করে বক্তব্য দেন মমতা।  

তিনি আরও বলেন, ‘আমি ভারতে জন্মেছি। যে দেশ বিজেপি বন্দুক ও বুলেট দিয়ে শাসন করছে সেখানে নয়। ’

তিনি অভিযোগ করেন, বিজেপি জোর করে দেশে সিএএ, এনপিআর ও এনআরসি চালু করতে চেয়ে দেশের ঐক্য নষ্ট করছে।  

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা,  ফেব্রুয়ারি ০৫, ২০২০
এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।