ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

অবতরণের সময় তিন খণ্ড হয়ে যায় প্লেন, নিহত বেড়ে ৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২০
অবতরণের সময় তিন খণ্ড হয়ে যায় প্লেন, নিহত বেড়ে ৩

ঢাকা: তুরস্কের পেগাসাস এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী প্লেন ইস্তাম্বুলের ‘সাবিহা গকচিন’ বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে তিন খণ্ড হয়ে গেছে। এ দুর্ঘটনায় বিমানটির তিন যাত্রী নিহত ও ১৫৫ জন আহত হয়েছেন।

তুর্কি গণমাধ্যম জানায়, বোয়িং-৭৩৭ মডেলের প্লেনটি ১৭১ যাত্রী ও ছয় ক্রু নিয়ে তুরস্কের ইজমির শহর থেকে আকাশে উড়েছিল। প্রচণ্ড বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়ার মধ্যে বাতাসের গতির দিকে অবতরণ করতে গিয়ে প্লেনটি রানওয়ে থেকে ছিটকে পড়ে যায়।

>>রানওয়ে থেকে ছিটকে প্লেন তিন টুকরো, নিহত ১

ইস্তাম্বুলের গভর্নর জানান, আহত যাত্রীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (০৫ জানুয়ারি) রাতে এ দুর্ঘটনার পর সাবিহা বিমানবন্দরের সব ফ্লাইটের ওঠানামা স্থগিত রাখা হয়েছে।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফাহেরেটিন কোকা জানান, নিহতদের মধ্যে একজন তুর্কি নাগরিক মারা গেছেন এবং আরও ১৫৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কেউই গুরুতর নয়।

বাংলাদেশ সময়: ০৯৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।