ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

তৈরি হচ্ছে করোনা ভাইরাসের প্রতিষেধক: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২০
তৈরি হচ্ছে করোনা ভাইরাসের প্রতিষেধক: বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছবি: প্রতীকী

বিশ্বজুড়ে আতঙ্ক সৃষ্টিকারী নতুন করোনা ভাইরাসের কোনো প্রতিষেধক এখনো আবিষ্কার হয়নি। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিওএইচও) দাবি, চলতি বছরের মাঝামাঝি করোনা ভাইরাসের প্রতিষেধক তৈরির সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

নতুন করোনা ভাইরাস নিয়ে আতঙ্কের অন্যতম কারণ এর কোনো প্রতিষেধক এখনো আবিষ্কার হয়নি।

তবে বুধবার (৫ ফেব্রুয়ারি) ডব্লিওএইচও দাবি করে, নতুন করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় নতুন ওষুধ আসতে যাচ্ছে।

চীনা এক টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়, চীনের ঝেজিয়াং ইউনিভার্সিটি এ ভাইরাসের বিরুদ্ধে কার্যকর একটি ওষুধ আবিষ্কার করেছে। অন্যদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ দাবি করে, এ ভাইরাসের প্রতিষেধক আবিষ্কারে অনেকদূর এগিয়েছেন গবেষকরা।

ডব্লিওএইচও’র মুখপাত্র তারিক জাসারেভিচ বলেন, ২০১৯ সালের করোনা ভাইরাসের কোনো কার্যকর প্রতিষেধক এখনো আবিষ্কার হয়নি। র‍্যান্ডমাইজড কন্ট্রোলড ট্রায়ালের মাধ্যমে প্রতিষেধকের কার্যক্ষমতা ও নিরাপত্তা পরীক্ষা করার পরামর্শ দিচ্ছি আমরা।

২০২০ সালের জুনের মধ্যে এ ভাইরাসের প্রতিষেধক আসার সম্ভাবনা রয়েছে। সাধারণত একটি প্রতিষেধক তৈরি ও সেটির কার্যকারিতা পরীক্ষার জন্য অনেক বছর সময় লাগে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কাজের গতি বাড়ায় বিজ্ঞানীরা আশা করছেন, এ বছরের জুনে মানুষের ওপর নতুন করোনা ভাইরাসের প্রতিষেধকের কার্যকারিতা পরীক্ষা করা যাবে।

মার্কিন ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান জিলিড জানায়, নতুন করোনা ভাইরাসের একটি ওষুধ আক্রান্তদের ওপর পরীক্ষা করছে তারা। ‘রেমদেসিভির’ নামে ওই ওষুধ এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।

সব মিলিয়ে চলতি বছরের জুন মাসের মধ্যে নতুন করোনা ভাইরাসের কার্যকর প্রতিষেধক ও ওষুধ আসার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।