ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ইতালিতে দ্রুতগতির ট্রেনের বগি লাইনচ্যুত, নিহত ২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২০
ইতালিতে দ্রুতগতির ট্রেনের বগি লাইনচ্যুত, নিহত ২

ইতালিতে দ্রুতগতির একটি যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনসহ কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে গেছে। এতে চালকসহ রেলওয়ের দুইজন নিহত হয়েছেন। একইসঙ্গে আহত হয়েছেন আরও আন্তত ৩০ যাত্রী।

বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ভোর সাড়ে ৫টা নাগাদ দেশটির উত্তরাঞ্চলের লোদি প্রদেশে এ ঘটনা ঘটে। যখন উচ্চপ্রযুক্তির এই ট্রেনটি মিলান থেকে সালোর্নো যাচ্ছিল।

দেশটির জরুরি পরিষেবা বিভাগের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রেনটির ইঞ্জিনের অংশসহ বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে গেছে। এতে চালকসহ দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত অনন্ত ৩০ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া  হয়েছে। কেননা, গুরুতর আহত নন বলে বর্ণনা করেছেন তারা।

ঠিক কী কারণে বগিগুলো লাইনচ্যুত হয়েছে, এর কারণ এখনও জানতে পারেনি কর্তৃপক্ষ। তবে ইঞ্জিন এবং দুইটি যাত্রীবাহী বগি লাইনচ্যুত হয়েছে জানিয়েছে তারা।

ঘটনাস্থলে দমকলবাহিনী এবং চিকিৎসক দল মোতায়েন করা হয়েছে। এছাড়া এই রুটে ট্রেন চলাচল আপাতত স্থগিত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২০
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।