ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

গ্রিসে ভূমিকম্প

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২০
গ্রিসে ভূমিকম্প

রাজধানী এথেন্সের ২৩৯ কিলোমিটার উত্তর-পশ্চিমে পাঁচ দশমিক এক মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এতে হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কি-না, তা তাৎক্ষণিক জানা যায়নি।

বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বেলা ১১টা ২৪ মিনিটে এ কম্পন অনুভূত হয়।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটি গ্রিসে নয় কিলোমিটার গভীরতায় আঘাত করেছে।

স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ইএমএসসি জানায়, আঞ্চলিক রাজধানী লরিসাসহ থেসালি অঞ্চলের বিভিন্ন দিকে এই কম্পন অনুভূত হয়।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২০
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।