ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

‘আমার ছেলে মোদী-অমিত শাহের সেবক’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২০
‘আমার ছেলে মোদী-অমিত শাহের সেবক’

দিল্লির শাহিনবাগে গুলির ঘটনায় অভিযুক্ত কপিল গুজ্জরের বাবা বলেছেন, তার ছেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সেবক।

পুলিশ দাবি করেছিল, কপিল গুজ্জর দিল্লিতে ক্ষমতাসীন কেজরিওয়ালের আম আদমি পার্টির সঙ্গে যুক্ত।  

পুলিশের বক্তব্যের পর বিজেপির লোকজন আম আদমি পার্টির (আপ) সমালোচনায় সরব হয়ে ওঠে।

 

শাহিনবাগে গত সপ্তাহে প্রকাশ্যে গুলি চালানোর ঘটনায় গ্রেপ্তার হন কপিল গুজ্জর। পুলিশ জানিয়েছিল, জয় শ্রীরাম স্লোগান দিয়ে পুলিশ ব্যারিকেডের সংলগ্ন জায়গা থেকে গুলি চালানোয় অভিযুক্ত কপিল গুজ্জর স্বীকার করেছে সে আপের সদস্য।  

দিল্লি পুলিশ একটি ছবিও প্রকাশ করে, তাতে দেখা যায় অভিযুক্ত যুবক ও তার বাবা আপ নেতা সঞ্জয় সিং এবং আতিশীর সঙ্গে একই মঞ্চে রয়েছেন। ওই ছবিতে কপিল গুজ্জরকে আপের দলীয় টুপি পরে থাকতেও দেখা যায়।  

ওই ছবি প্রসঙ্গে বুধবার কপিলের বাবা গাজে সিং বলেন, আপের সঙ্গে আমার বা আমার পরিবারের কোনও সম্পর্ক নেই। নির্বাচনের প্রচারের সময় ওরা আমাদের সবাইকে আপের টুপি পরিয়ে দেন এবং এই ছবিটা সেই সময়েরই।

তবে এর কয়েক ঘণ্টা পরই গাজে সিং সংবাদ সংস্থা এএনআইকে বলেন, আমার ছেলে মোদির সমর্থক। ও মোদি এবং অমিত শাহের অনুগামী ছিল। আমার ছেলে সবসময়ই হিন্দুস্তান এবং হিন্দুত্ববাদের কথা বলে।

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২০
এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।