ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ইরানের ব্যাংকিং লেনদেন আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২০
ইরানের ব্যাংকিং লেনদেন আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র

ওষুধ ও খাদ্য আমদানি বাধাগ্রস্ত করতে ইরানের ব্যাংকিং লেনদেনের সব পথ বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র- এমন অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস মুসাভি। 

মার্কিন কর্মকর্তারা দাবি করে থাকেন, খাদ্য ও ওষুধের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই। কিন্তু মুসাভি তার টুইটারে লেখেন, বাস্তবে তারা নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে এবং মার্কিন এ পদক্ষেপ আন্তর্জাতিক বিচারিক আদালতের নির্দেশের লঙ্ঘন।

 

ইরানের অভিযোগের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক বিচারিক আদালত ২০১৮ সালের ৩ অক্টোবর এক নির্দেশে ইরানের বিরুদ্ধে আমেরিকার ওষুধ, খাদ্যসহ বিভিন্ন ক্ষেত্রে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেয়ার আহ্বান জানিয়েছিল।  

ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, আদালতের নির্দেশ থাকলেও খাদ্য, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম আমদানিতে বাধা সৃষ্টি করছে যুক্তরাষ্ট্র।  

মার্কিন নিষেধাজ্ঞাকে অমানবিক ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে অভিহিত করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। তিনি বলেছেন, ইরানের জনগণের বিরুদ্ধে আমেরিকা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২০
এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।