ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

চীনের করোনা ভাইরাস মোকাবিলার প্রশংসা করলেন ট্রাম্প

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২০
চীনের করোনা ভাইরাস মোকাবিলার প্রশংসা করলেন ট্রাম্প

করোনাভাইরাস বিষয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তখন তিনি ভাইরাসটি মোকাবিলায় চীনের তৎপরতার প্রশংসা করেছেন।

বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ দুই নেতার মধ্যে ফোনালাপ হয়; যখন করোনাভাইরাস মহামারি আকার ধারণ করে ৬০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

চীনা সংবাদমাধ্যম জানায়, ফোনালাপে ডোনাল্ড ট্রাম্প করোনাভাইরাস প্রতিরোধে চীনের প্রচেষ্টার প্রশংসা করেছেন।

একইসঙ্গে দ্রুত এই ভাইরাসের বিস্তার ঠেকাতে চীন সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

এসময় চীনা প্রেসিডেন্ট শি জিনপিং করোনাভাইরাস মোকাবিলায় নিজেদের দেশের বিভিন্ন উদ্যোগের বিষয়ে ডোনাল্ড ট্রাম্পকে অবহিত করেন।

শি জিনপিং তখন এও বলেন, করোনাভাইরাসের বিস্তার মোকাবিলায় আমাদের পূর্ণ আত্মবিশ্বাস ও সামর্থ্য আছে।

এদিকে, প্রাণঘাতী করোনাভাইরাসে দেশটিতে লাফিয়ে বাড়ছে মৃত্যু সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আরও অন্তত ৭৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩৬ জনে। একইসঙ্গে বেড়েছে আক্রান্ত সংখ্যাও। ২৪ ঘণ্টায় নতুন তিন হাজার ১৪৩ জন নিয়ে এ সংখ্যা দাঁড়িয়েছে ৩১ হাজার ১৬১ জনে। এছাড়া বর্তমানে গোটা বিশ্বে আতঙ্ক ছড়াচ্ছে করোনাভাইরাস।

এই রোগের শুরু চীনে। দেশটির মধ্যাঞ্চলের প্রাদেশিক রাজধানী শহর উহানে এর আবিষ্কার। এরপরই মহামারি আকার ধারণ করে দেশটিতে। এছাড়া রোগটি এখন ছড়িয়ে গেছে বিশ্বের ২৪ টিরও বেশি দেশে।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ফেব্রয়ারি ০৭, ২০২০
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।