ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ায় ইসরায়েলি হামলা: ১৭২ যাত্রীসহ রক্ষা পেলো রুশ প্লেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২০
সিরিয়ায় ইসরায়েলি হামলা: ১৭২ যাত্রীসহ রক্ষা পেলো রুশ প্লেন

সিরিয়ার রাজধানী দামেস্কে হামলা চালিয়েছে ইসরায়েল। এসময় এফ-১৬ যুদ্ধবিমান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে ১৭২ জন যাত্রীসহ একটি রুশ প্লেন।

শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) এ হামলা চালানোর কথা জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

হামলা চালানোর সময় এয়ারবাস-৩২০ যাত্রীবাহী প্লেনটিকে ঢাল হিসেবে ব্যবহার করে ইসরায়েলি এফ-১৬ যুদ্ধবিমান।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি এফ-১৬ যুদ্ধবিমান দামেস্কে ৮টি ক্ষেপণাস্ত্র ছোড়ে। সিরিয়ার আকাশসীমায় প্রবেশ না করে বৃহস্পতিবার শেষ রাতে দেশটি এ হামলা চালায়। যাত্রীবাহী রুশ প্লেনটি দামেস্ক বিমানবন্দরে অবতরণ করার কথা থাকলেও পরে সিরিয়ার লাতাকিয়ায় দেশটির হেইমিম বিমানঘাঁটিতে অবতরণ করে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাত দিয়ে খবরে বলা হয়, যাত্রীবাহী প্লেনকে ঢাল হিসেবে ব্যবহার করে হামলা চালানোকে ইসরায়েল এক ধরনের অভ্যাসে পরিণত করেছে।

সিরিয়ার সেনাবাহিনীর সূত্রের বরাত দিয়ে স্পুটনিকের এক প্রতিবেদনে বলা হয়, এ হামলায় ৮ সৈন্য আহত হওয়ার পাশাপাশি কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।

যদিও এখন পর্যন্ত এ হামলার বিষয়ে ইসরায়েল দায় স্বীকার করেনি।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২০
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।