শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) এ হামলা চালানোর কথা জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
হামলা চালানোর সময় এয়ারবাস-৩২০ যাত্রীবাহী প্লেনটিকে ঢাল হিসেবে ব্যবহার করে ইসরায়েলি এফ-১৬ যুদ্ধবিমান।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি এফ-১৬ যুদ্ধবিমান দামেস্কে ৮টি ক্ষেপণাস্ত্র ছোড়ে। সিরিয়ার আকাশসীমায় প্রবেশ না করে বৃহস্পতিবার শেষ রাতে দেশটি এ হামলা চালায়। যাত্রীবাহী রুশ প্লেনটি দামেস্ক বিমানবন্দরে অবতরণ করার কথা থাকলেও পরে সিরিয়ার লাতাকিয়ায় দেশটির হেইমিম বিমানঘাঁটিতে অবতরণ করে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাত দিয়ে খবরে বলা হয়, যাত্রীবাহী প্লেনকে ঢাল হিসেবে ব্যবহার করে হামলা চালানোকে ইসরায়েল এক ধরনের অভ্যাসে পরিণত করেছে।
সিরিয়ার সেনাবাহিনীর সূত্রের বরাত দিয়ে স্পুটনিকের এক প্রতিবেদনে বলা হয়, এ হামলায় ৮ সৈন্য আহত হওয়ার পাশাপাশি কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।
যদিও এখন পর্যন্ত এ হামলার বিষয়ে ইসরায়েল দায় স্বীকার করেনি।
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২০
এইচএডি/