ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

মাস্ক পরে গণবিয়েতে হাজারো যুগল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২০
মাস্ক পরে গণবিয়েতে হাজারো যুগল

মানুষ থেকে মানুষে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের ‘আতঙ্কে’ রয়েছেন বিশ্ববাসী। আক্রান্ত ব্যক্তিকে আলাদা করে দেওয়া হচ্ছে চিকিৎসা সেবা। তবে প্রিয় মানুষকে কাছে পেতে কোনোকিছুই যেনো বাধা হতে পারে না। দক্ষিণ কোরিয়ার ঐতিহ্যবাহী গণবিয়েতে মাস্ক পরে যোগ দিয়ে কয়েক হাজার যুগল যেন তাই প্রমাণ করলেন।

শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) আয়োজক সূত্রে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, রাজধানী সিউলের উত্তরপশ্চিমের গ্যাপিয়ংয়ের চেয়ংশিম পিস ওয়ার্ল্ড সেন্টারের ইউনিফিকেশন গির্জায় গণবিয়ের আয়োজন করা হয়। যাতে উপস্থিত প্রায় ৩০ হাজার মানুষের মধ্যে ছিলো অন্তত ছয় হাজার যুগল।

এ সময় যুগলদের হাতে হাত রেখে বসে থাকতে দেখা গেলেও মুখে ছিলো মাস্ক। আর মুখে মাস্ক পরিহিত থাকায় তারা পরস্পরের ভাব বিনিময় করেছেন চোখের ইশরায়। বুঝিয়েছেন ভালোবাসার কথা। করোনার ভয়ে কানাকানি করার সময়ও খোলেননি মাস্ক।

চোখের ইশারা ভাব বিনিময় করেছেন তারাজানা যায়, গির্জা কর্তৃপক্ষ আমন্ত্রিত অতিথিদের অনুষ্ঠানস্থলে প্রবেশের সময় হাত ধোয়ার ব্যবস্থা করে। এমনকি শরীরের তাপমাত্রা পর্যন্ত মেপে দেখা হয়।

চীনের প্রাণঘাতী করোনা ভাইরাস এরইমধ্যে ছড়িয়ে পড়েছে পার্শ্ববর্তী হংকংয়েও। সেখানে এরইমধ্যে ভাইরাসে একজনের মৃত্যুও হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২০
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।