পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা রেলমন্ত্রী থাকার সময় যেসব রেল প্রকল্পের ঘোষণা দিয়েছিলেন, সেগুলোর জন্য মাত্র এক হাজার টাকা বরাদ্দ করেছে মোদী সরকার! এছাড়া মমতার স্বপ্নের রেল কারখানাগুলোর জন্য বরাদ্দ করা হয়েছে মাত্র এক লাখ টাকা।
অন্যদিকে বহু প্রকল্পের নামও উল্লেখ করা হয়নি বাজেট-পত্রে।
মমতার তৃণমূলের এমপি কাকলি ঘোষদস্তিদার অভিযোগ করে বলেছেন, গত কয়েক বছর ধরে একের পর এক ট্রেন বেসরকারি সংস্থার হাতে বিক্রি করে দেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে মোদী সরকার। বাজেটে বাংলার রেল প্রকল্পগুলোর গলা টিপে ধরেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো প্রকল্প যাতে সম্পূর্ণ না হয়, সেই চেষ্টা চালাচ্ছে মোদী সরকার। ’
বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০২০
এজে