শনিবার (০৮ ফেব্রুয়ারি) মালয়েশিয়ার পেতালিং জায়ায় অনুষ্ঠিত তৃতীয় পার্লামেন্টারি কনফারেন্স ফর আল-কুদসের সম্মেলনে উদ্বোধনী ভাষণে এ কথা বলেন জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
মাহাথির মোহাম্মদ বলেন, ফিলিস্তিনিদের সঙ্গে কোনো প্রকার আলোচনা ছাড়াই ট্রাম্প এ পরিকল্পনা করেছেন এবং এতে ইসরাইলি দখলদারিত্বকেই শুধু সমর্থন করা হয়েছে।
তিনি বলেন, মালয়েশিয়া সবসময়ই ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছে এবং এর ধারাবাহিকতায় ট্রাম্পের পরিকল্পনাকে প্রত্যাখ্যান করছে।
ফিলিস্তিন সংকট নিয়ে দু’দিনের বিশেষ এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পাঁচশ’র বেশি প্রতিনিধি অংশগ্রহণ করছেন।
বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২০
এবি