ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

করোনা ভাইরাস: স্বেচ্ছায় হাসপাতালে গেলে দেওয়া হবে অর্থ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২০
করোনা ভাইরাস: স্বেচ্ছায় হাসপাতালে গেলে দেওয়া হবে অর্থ ছবি: সংগৃহীত

চীনজুড়ে দ্রুত বাড়ছে নতুন করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা। ভাইরাসের সংক্রমণ রোধ করতে অভিনব উদ্যোগ নিয়েছে চীনের হুবেই প্রদেশের এক কাউন্টি। আক্রান্তরা স্বেচ্ছায় হাসপাতালে গেলে তাদের অর্থ পুরস্কার দেওয়ার ঘোষণা করা হয়েছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে নতুন করোনা ভাইরাস।

হুবেই প্রদেশেরই ফাংশিয়ান কাউন্টিতে এ ভাইরাস আক্রান্তদের খুঁজে বের করার জন্য অভিনব এক পদ্ধতি বের করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। অসুস্থ অবস্থায় স্বেচ্ছায় হাসপাতালে রিপোর্ট করলে দেওয়া হবে পুরস্কার।

রোববার ওই কাউন্টির একটি নোটিস অনুযায়ী, জ্বর নিয়ে কেউ নিজে থেকে হাসপাতালে গেলে তাকে এক হাজার ইউয়ান (প্রায় ১২ হাজার টাকা) দেওয়া হবে। এছাড়া, কোনো কর্মকর্তা বা আগ্রহী ব্যক্তি যদি জ্বরসহ কাউকে হাসপাতালে নিয়ে আসেন, তিনিও পাবেন পাঁচশ’ ইউয়ান (প্রায় ছয় হাজার টাকা)।

আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ অফার চলবে বলে জানানো হয়েছে ওই নোটিসে।

নতুন করোনা ভাইরাসে চীনের ৮১১ জনসহ বিশ্বজুড়ে ৮১৩ জনের মৃত্যু হয়েছে। এতে আক্রান্ত হয়েছেন ৩৭ হাজারেরও বেশি মানুষ।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।