ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

করোনা মোকাবিলায় ব্যর্থতায় চাকরিচ্যুত হুবেই’র ঊর্ধ্বতনরা  

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২০
করোনা মোকাবিলায় ব্যর্থতায় চাকরিচ্যুত হুবেই’র ঊর্ধ্বতনরা  

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। কেবলমাত্র সোমবার (১০ ফেব্রুয়ারি) চীনের হুবেই প্রদেশেই মৃতের সংখ্যা ১০৩। এ অঞ্চলে একদিনে এটিই এখন পর্যন্ত মৃতের সর্ব্বোচ্চ সংখ্যা। করোনা ভাইরাসে মৃত্যুর মিছিল ঠেকাতে ব্যর্থ হওয়ায় হুবেই'র ঊর্ধ্বতন কর্মকর্তাদের চাকরিচ্যুত করা হয়েছে। 

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক সংবাদ সংস্থা বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।  

খবরে বলা হয়, চাকরিচ্যুতদের মধ্যে হুবেই স্বাস্থ্য কমিশনের পার্টি সেক্রেটারি ও কমিশন প্রধানও রয়েছেন।

এ পর্যন্ত করোনা ভাইরাস ইস্যুতে চাকরিচ্যুত সবচেয়ে জ্যেষ্ঠ কর্মকর্তা তারা। এছাড়া অনুদান ব্যবস্থাপনায় যথাযহত দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে স্থানীয় রেড ক্রসের সহকারী পরিচালককেও বরখাস্ত করা হয়েছে।  

হুবেই স্বাস্থ্য কমিশন নিশ্চিত করেছে, সোমবার হুবেইতে করোনায় আক্রান্ত হন ২ হাজার ৯৭ জন। এর আগের দিন আক্রান্তের এ সংখ্যা ছিল ২ হাজার ৬১৮ জন।  অর্থাৎ আগের দিনের চেয়ে নতুন আক্রান্তের সংখ্যা ২০ শতাংশ কমেছে বলে খবরে জানানো হয়েছে।  

এদিকে চলমান করোনা ভাইরাস সঙ্কট পর্যবেক্ষণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি বিশেষজ্ঞ দল এরই মাঝে চীনে পৌঁছেছে।  

বর্তমানে চীনে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪২ হাজার ২শ'রও বেশি। চলমান এ সঙ্কট চীনকে ভয়াবহ পরিস্থিতির মুখে ফেলেছে।  

চীনের প্রেসিডেন্ট শি জিন পিং করোনা ভাইরাস মোকাবিলায় আরও 'কার্যকর পদক্ষেপ' গ্রহণের নির্দেশ দিয়েছেন।  

বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২০  
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।