ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

‘ভরসা রাখায়’ দিল্লিবাসীকে ধন্যবাদ জানালেন কেজরিওয়াল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২০
‘ভরসা রাখায়’ দিল্লিবাসীকে ধন্যবাদ জানালেন কেজরিওয়াল

দিল্লির বিধানসভা নির্বাচনে বিপুল আসনে জয় পেয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। নির্বাচনে জয়ের মাধ্যমে টানা তৃতীয়বারের মতো দিল্লির মসনদের দায়িত্ব পেলেন আম আদমি পার্টির (এএপি) প্রধান।

নির্বাচনে ৭০টি আসনের মধ্যে ৬৩টি আসনে বিজয়ী হয়েছে ক্ষমতাসীন আম আদমি পার্টি। প্রতিদ্বন্দ্বী ভারতীয় জনতা পার্টি (বিজেপি) পেয়েছে ৭টি আসন।

তবে কংগ্রেস কোনো আসন পায়নি। যদিও গতবারের তুলনায় এবার চারটি আসন কম পেয়েছে এএপি।

দিল্লি বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় যেতে হলে যেকোনো দলকে কমপক্ষে ৩৬টি আসনে জয়ের দরকার হয়।  

এদিকে সন্তানের উপর তৃতীয়বার ভরসা রাখায় দিল্লিবাসীকে ধন্যবাদ জানিয়ে জয়ের পর এক সমাবেশে কেজরিওয়াল বলেন, এই বিজয় আপনাদের জন্য। দিল্লি, আমি তোমাকে ভালোবাসি।

তিনি আরো বলেন, দিল্লিবাসী ভোটের মাধ্যমে অনেক আসনে বিজয়ী করেছেন, এখন থেকে আমরা একসঙ্গে কাজ করবো। আমি একা কিছুই করবো না।

অন্যদিকে জনগণের রায় মেনে নিয়ে অরবিন্দ কেজরিওয়ালকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন দিল্লিতে বিজেপির প্রধান মনোজ তিওয়ারি।

কেজরিওয়ালকে অভিনন্দন জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব থাকচেরি।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২০
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।