ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

গরম শুরু হলেই করোনা ভাইরাস দূর হবে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২০
গরম শুরু হলেই করোনা ভাইরাস দূর হবে: ট্রাম্প

এপ্রিলে গরম শুরু হলেই করোনা ভাইরাস দূর হয়ে যাবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

সম্প্রতি চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া এ প্রাণঘাতী করোনা ভাইরাস নিয়ে যখন সারা বিশ্বে আতঙ্কিত হয়ে পড়েছে, ঠিক তখনই ভাইরাসটি নিয়ে এ ধরনের মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট।  

একটি সমাবেশে ট্রাম্প বলেন, ‘কাগজে-কলমে’ যখন কিছুটা গরম পড়বে তখন ‘বিস্ময়করভাবে’ দূর হয়ে যাবে করোনা ভাইরাস।

তবে তার এ দাবির পেছনে তিনি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা দেননি।

গত ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া এ ভাইরাসে চীনসহ বিশ্বজুড়ে এখন পর্যন্ত ১০১৮ জনের মৃত্যু হয়েছে। ইতোমধ্যে আক্রান্তের সংখ্যা ৪২ হাজার ছাড়িয়ে গেছে।  

সোমবার (১০ ফেব্রুয়ারি) হোয়াইট হাউজে গভর্নরদের উদ্দেশে দেওয়া এক ভাষণে এক ধরনের দাবি করেন ট্রাম্প।  

করোনা ভাইরাসকে ‘কঠিন’ উল্লেখ করে ট্রাম্প বলেন, আমি মনে করি, সব ঠিক হয়ে যাবে।  

তিনি গভর্নরদের বলেন, ‘গরমের’ কারণে এপ্রিল নাগাদ এ ভাইরাসের মহামারী কমে আসবে বলে চীন আমাকে আশ্বস্ত করেছে। এ ধরনের ভাইরাসকে সাধারণত গরম মেরে ফেলে।  

বাংলাদেশ সময়: ০০০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২০
এসকে/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।