বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায় দেশটির সংবাদমাধ্যম দ্যা স্ট্রেইট টাইমস।
সংবাদে তাদের কোনো পরিচয় প্রকাশ করা হয়নি।
তাদের কেউই সাম্প্রতিক কালে চীনে সফর করেননি। সিঙ্গাপুরের ন্যাশনাল সেন্টার ফর ইনফেকসাস ডিজিজে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
এখন পর্যন্ত সিঙ্গাপুরে মোট ৫৮ জনের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয় নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
এর আগে ৯ ফেব্রুয়ারি (রোববার) এক বাংলাদেশি শ্রমিক ও ১১ ফেব্রুয়ারি (মঙ্গলবার) অপর বাংলাদেশি শ্রমিকের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করে সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়।
বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২০
এবি