ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

‘তালেবানের সঙ্গে আলোচনা করা উচিৎ পাকিস্তানের’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১০
‘তালেবানের সঙ্গে আলোচনা করা উচিৎ পাকিস্তানের’

ইসলামাবাদ: দেশে শান্তি ফিরিয়ে আনতে জরুরি ভিত্তিতে আফগানিস্তানের মতো পাকিস্তানের সরকারের তালেবান বাহিনীর সঙ্গে আলোচনা করা উচিৎ। সোমবার পাকিস্তানের নাওয়া-ই-ওয়াক্ত নামের একটি সংবাদপত্রের সম্পাদকীয়তে এ পরামর্শ দেওয়া হয়েছে।



পত্রিকাটিতে বলা হয়েছে, পাকিস্তানের আদিবাাসী এলাকায় যুক্তরাষ্ট্রের চালকবিহীন বিমান হামলা বন্ধের ব্যবস্থা নিতে হবে।

আফগান সরকার তালেবানের সঙ্গে ঈদের পর আলোচনা করার ঘোষণা দিয়েছেন। এ লক্ষ্যে তিনি শান্তি পরিষদ গঠন করেছেন। আরও বলা হয়েছে, পাকিস্তান সরকার আফগান সমস্যার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।

সম্পাদকীয়তে যুক্তরাষ্ট্রের চালকবিহীন ড্রোন হামলা বন্ধ করতে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি এবং সেনাপ্রধানের প্রতি আহবান জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।