তবে মানবতার ব্রত নিয়ে রোগীদের চিকিৎসা করাতে গিয়ে চিকিৎকদের অনেকেই আক্রান্ত হয়েছেন ‘কোভিড-১৯’ নামের ভাইরাসটিতে। পাশাপাশি প্রাণঘাতী ভাইরাসে মারাও গেছেন বেশ কয়েকজন স্বাস্থ্যকর্মী।
চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের সহকারী পরিচালক জেং ইজিন শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে জানান, করোনা ভাইরাসে চীনে এক হাজার সাতশ ১৬ জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন। যা ভাইরাসটিতে মোট আক্রান্ত রোগীদের ৩ দশমিক ৮ শতাংশ। এর মধ্যে হুবেই প্রদেশের রয়েছেন এক হাজার পাঁচশ দুইজন।
গত মঙ্গলবারের (১১ ফেব্রুয়ারি) এসব পরিসংখ্যান তুলে ধরার সময় এ কর্মকতা আরো জানান, ভাইরাসটিতে এরইমধ্যে ছয়জন স্বাস্থ্যকর্মী মারা গেছেন।
প্রাণঘাতী করোনা ভাইরাসে চীনে শেখ খবর পর্যন্ত মৃত্যু হয়েছে এক হাজার ৩৮০ জনের। আক্রান্ত হয়েছেন মোট ৬৩ হাজার ৮৫১ জন। চীনের বাইরে ২৭টি দেশে ভাইরাসটিতে আক্রান্ত রোগীর তথ্য পাওয়া গেছে। আর চীনের বাইরে ফিলিপাইন, হংক ও জাপানে তিনজনের মৃত্যু হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২০
জেডএস