শনিবার (১৫ ফেব্রুয়ারি) ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রে এ খবর জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
করোনা ভাইরাসে ইউরোপে এটিই প্রথম মৃত্যুর ঘটনা।
ফরাসী স্বাস্থ্যমন্ত্রী অ্যাগনেস বুযেই জানান, চীনের হুবেই প্রদেশের বাসিন্দা ৮০ বছর বয়সী এ পর্যটক ১৬ জানুয়ারি ফ্রান্সে আসেন। ২৫ জানুয়ারি তাকে প্যারিসের বিশা-ক্লদ বেরনাদ হাসপাতালে ভর্তি করানো হয়।
অ্যাগনেস বুযেই জানান, মৃত ব্যক্তির মেয়েও করোনা ভাইরাসে আক্রান্ত। তবে তার সুস্থ হওয়ার আশা করছেন চিকিৎসকরা।
এ নিয়ে চীনের বাইরে করোনা ভাইরাসে তৃতীয় কোনো মৃত্যুর ঘটনা ঘটলো। এর আগে চীনের বাইরে হংকং, ফিলিপাইন ও জাপানে করোনা ভাইরাসে মৃত্যুর ঘটনা ঘটে।
ফ্রান্সে বর্তমানে করোনা ভাইরাসে আক্রান্ত ১১ রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
২০১৯ সালের নভেম্বর থেকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনা ভাইরাস। এতে চীনে এ পর্যন্ত ৬৬ হাজার ৪৯২ জন আক্রান্ত হয়েছেন। একইসঙ্গে করোনা ভাইরাসে আক্রান্ত এক হাজার ৫৩৩ জনের মৃত্যু হয়েছে।
চীনের বাইরে জাপান, সিঙ্গাপুর, ফিলিপাইন, যুক্তরাজ্য, ফ্রান্সসহ ২৫টিরও বেশি দেশে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে।
বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২০
এবি