শনিবার (১৫ ফেব্রুয়ারি) জার্মানির মিউনিখে নিরাপত্তা বিষয়ক এক সম্মেলনে অংশ নেন হু প্রধান। এসময় তিনি ভাইরাসটি মোকাবিলায় চীনের নেওয়া পদক্ষেপের প্রশংসা করেন।
তিনি বলেন, ভাইরাসটি এখনও চীনের জন্য হুমকি হয়ে রয়েছে।
এদিকে করোনা ভাইরাসে (Covid-19) আক্রান্ত হয়ে ফ্রান্সে এক পর্যটকের মৃত্যু হয়েছে। তিনি চীনা নাগরিক বলে জানা গেছে। এর মাধ্যমে প্রাণঘাতী ভাইরাসে ইউরোপে প্রথম কেনো মৃত্যুর খবর এলো।
একইদিন মিশরে ভাইরাসটিতে কোনো ব্যক্তির আক্রান্ত হওয়ার তথ্য জানানো হয়। যার মাধ্যমে আফ্রিকায় বিস্তার লাভ করলো চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস।
২০১৯ সালের নভেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম ভাইরাসটি শনাক্ত করা হয়। এরপর ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৬৬ হাজারের বেশি মানুষ। আর মারা গেছেন এক হাজার ৫৩৩ জন। চীনের বাইরে প্রায় ৩০টি দেশে ভাইরাসটি এরইমধ্যে ছড়িয়ে পড়েছে। যাতে প্রতিদিন নতুন নতুন রোগী আক্রান্ত হচ্ছেন।
বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২০
জেডএস