বুধবার (১৯ ফেব্রুয়ারি) ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল বলেন, এর মাধ্যমে যুক্তরাজ্যে মেধাবী ও উত্তম যোগ্যতার লোকেরা আসার সুযোগ পাবেন।
তিনি বলেন, ব্রেক্সিট কার্যকরের পরিপ্রেক্ষিতে ৩১ ডিসেম্বর ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) সদস্য দেশগুলোর নাগরিকদের ভিসাহীন যাতায়াত বন্ধ হয়ে যাওয়ার পর ইইউ ও ইইউ’র বাইরের সব শ্রমিককে সমানভাবে বিচার করা হবে।
ব্রিটেনে শ্রমিক অভিবাসনের জন্য সরকার পয়েন্টের ওপর ভিত্তি করে অভিবাসনের পদ্ধতির প্রবর্তন করতে যাচ্ছে বলে জানান তিনি।
এ ব্যবস্থার অধীনে ব্রিটেনে কাজ করতে আসা যেকোনো শ্রমিককেই ইংরেজিতে পারদর্শিতা থাকতে হবে। পাশাপাশি ‘অনুমোদিত স্পন্সরে’র অধীনে তার যথাযথ দক্ষতা থাকা কাজের সুযোগ পেতে হবে।
এদিকে বিরোধীদলীয় লেবার পার্টি এ নীতির বিরোধিতা করে বলছে, এর মাধ্যমে ব্রিটেন শ্রমবাজার আকৃষ্ট করতে ব্যর্থ হবে।
বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২০
এবি