বুধবার (১৯ ফেব্রুয়ারি) ইসরাইলি বিচার মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
২ মার্চ দেশটিতে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনের দু’সপ্তাহ পরেই এ বিচার শুরু হচ্ছে।
এর আগে দুর্নীতির পৃথক তিন অভিযোগে নভেম্বরে নেতানিয়াহুর বিরুদ্ধে মামলা দায়ের করেন দেশটির অ্যাটর্নি জেনারেল আবিচাই মানদেলবিলত।
পড়ুন >> নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ৩ মামলা
অভিযোগ প্রমাণিত হলে নেতানিয়াহু তিন থেকে ১০ বছরের কারাদণ্ডে দণ্ডিত হতে পারেন।
১৭ মার্চ অনুষ্ঠিত জেরুসালেমের ডিস্ট্রিক্ট কোর্টে বিচারের শুনানিতে অংশ নেওয়ার জন্য নেতানিয়াহুকে নির্দেশনা দেওয়া হয়। তিন সদস্যের এক জুরি এক বিচারকাজ পরিচালনা করবেন।
বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২০
এবি