ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দুর্নীতির অভিযোগে নেতানিয়াহুর বিচার শুরু ১৭ মার্চ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২০
দুর্নীতির অভিযোগে নেতানিয়াহুর বিচার শুরু ১৭ মার্চ ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

ঘুষ, জালিয়াতি ও আস্থাভঙ্গের তিন অভিযোগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বিচার শুরু হচ্ছে ১৭ মার্চ (মঙ্গলবার)।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) ইসরাইলি বিচার মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

২ মার্চ দেশটিতে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনের দু’সপ্তাহ পরেই এ বিচার শুরু হচ্ছে।

এর আগে দুর্নীতির পৃথক তিন অভিযোগে নভেম্বরে নেতানিয়াহুর বিরুদ্ধে মামলা দায়ের করেন দেশটির অ্যাটর্নি জেনারেল আবিচাই মানদেলবিলত।

পড়ুন >> নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ৩ মামলা 

অভিযোগ প্রমাণিত হলে নেতানিয়াহু তিন থেকে ১০ বছরের কারাদণ্ডে দণ্ডিত হতে পারেন।

১৭ মার্চ অনুষ্ঠিত জেরুসালেমের ডিস্ট্রিক্ট কোর্টে বিচারের শুনানিতে অংশ নেওয়ার জন্য নেতানিয়াহুকে নির্দেশনা দেওয়া হয়। তিন সদস্যের এক জুরি এক বিচারকাজ পরিচালনা করবেন।

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২০
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।