বুধবার (১৯ ফেব্রুয়ারি) দখলবিরোধী পর্যবেক্ষণ গ্রুপ ‘পিস নাও’য়ের এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
গ্রুপটি জানায়, নতুন এ বসতিগুলো পূর্ব জেরুজালেমের উত্তরে আতারুত এয়ারপোর্টের কাছে দুইটি ফিলিস্তিনি মহল্লার মাঝে স্থাপন করা হবে।
গ্রুপটি সতর্ক করে দিয়ে জানিয়েছে, এর মাধ্যমে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ভবিষ্যত ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথ বাধাগ্রস্ত হবে।
বর্তমানে ইসরায়েল অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে অবৈধ বসতিতে ছয় লাখের মতো ইসরায়েলী অধিবাসী বাস করছেন।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিন-ইসরায়েল সমস্যা সমাধানের লক্ষ্যে এক শান্তি পরিকল্পনা প্রকাশ করেন। ফিলিস্তিনি প্রতিনিধিদের সঙ্গে আলোচনা না করা ও ফিলিস্তিনিদের স্বার্থের পরিপন্থি হওয়ার অভিযোগে ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ নামের এ পরিকল্পনাকে ফিলিস্তিনিরা প্রত্যাখ্যান করেছে।
বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২০
এবি