বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।
বৃহস্পতিবার কেরালা সরকার পরিচালিত ভলভো বাসটি বেঙ্গালুরু থেকে এর্নাকুলামের দিকে যাচ্ছিল।
এখনো কয়েকজন যাত্রী ওই বাসের ভেতর আটকে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তাদের উদ্ধারের চেষ্টা চলছে। পুলিশের আশঙ্কা, দুর্ঘটনায় নিহত ব্যক্তির সংখ্যা আরও বাড়তে পারে।
পুলিশ জানায়, দ্রুত গতিতে চলন্ত অবস্থায় ট্রাকের একটি চাকা ফেটে যাওয়ায় সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে একটি কন্টেইনার ট্রাক থেকে গড়িয়ে পড়ে বিপরীত দিক থেকে আসা বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসটির ডানদিক একেবারে দুমড়ে মুচড়ে যায়। ওই ট্রাকের চালক পলাতক রয়েছেন। তাকে আটক করার চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২০
এফএম