ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ক্ষেপণাস্ত্রের উপকরণবাহী চীনা জাহাজ আটক করেছে ভারত 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২০
ক্ষেপণাস্ত্রের উপকরণবাহী চীনা জাহাজ আটক করেছে ভারত 

ক্ষেপণাস্ত্রের উপকরণ নিয়ে চীনের একটি জাহাজ পাকিস্তান যাচ্ছিল। ভারত সেটা আটক করেছে। 

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কাজে লাগে এমন উপকরণ নিয়ে জাহাজটি করাচি বন্দরের দিকে যাচ্ছিল। পথে গুজরাটের কান্দলা বন্দর কর্তৃপক্ষ তা আটক করে।

সামরিক বিষয়ক পত্রিকা ডিফেন্স অ্যাভিয়েশন পোস্ট এ খবর দিয়েছে।

পত্রিকাটি বলছে, ক্রুদের ভুল তথ্যের কারণে জাহাজটি আটক করা হয়েছে। জাহাজে অটোক্লেভ থাকলেও একে ইন্ডাস্ট্রিয়াল ড্রাইয়ার বলেছেন ক্রুরা।  

জাহাজটি আটক করা হয় গত ৩ ফেব্রুয়ারি। ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন জাহাজে তদন্ত চালাচ্ছে।  

জাহাজটি চীনের জিয়াংসু প্রদেশের জিয়াংইন বন্দর থেকে করাচির কাসিম বন্দরের দিকে যাচ্ছিল।  

ডিফেন্স অ্যাভিয়েশন পোস্ট বলছে, জাহাজে যেসব অটোক্লেভ পাওয়া গেছে সেগুলোর দৈর্ঘ্য ১৮ মিটার এবং প্রস্থ ৪ মিটার। বেসামরিক এবং সামরিক দুই ধরনের কাজে এগুলো ব্যবহার করা হয়।  

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২০
এনডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।