শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দেশটিতে দুজন নতুন করে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানাচ্ছে আমিরাতের সংবাদ মাধ্যমগুলো।
নতুন আক্রান্ত দুজনের মধ্যে একজন বাংলাদেশি ও একজন ফিলিপাইনের বলে এক বিবৃতিতে নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য অধিদপ্তর।
আক্রান্ত বাংলাদেশির বয়স ৩৯ বছর। এর আগে সিঙ্গাপুরে পাঁচজন বাংলাদেশির এ ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়।
আমিরাতে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, কোনো নতুন রোগী আক্রান্ত হওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এটা যেন না ছড়ায় সেজন্য সব ধরনের সুরক্ষা ব্যবস্থা নেওয়া হচ্ছে জনগণের নিরাপত্তার জন্য।
শুক্রবার সবশেষ তথ্য অনুযায়ী, চীনে নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২২শ ৩৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আক্রান্ত রোগীর সংখ্যা ৭৫ হাজার ৪৬৫ জন। আর ১৮ হাজারের বেশি রোগীকে এখন পর্যন্ত চিকিৎসা দিয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। প্রাণঘাতী এ ভাইরাস ছড়িয়েছে ২৫টি দেশে।
বাংলাদেশ সময়: ০০৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২০
এএ