এর আগে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৮টা থেকে ‘মজলিশে শুরায়ে ইসলামী’ হিসেবে পরিচিত ইরানের জাতীয় সংসদের সদস্য নির্বাচনের জন্য সারাদেশে ভোট গ্রহণ করা হয়।
সন্ধ্যা ৬টায় নির্বাচন শেষ হওয়ার কথা থাকলেও পরে ভোটার উপস্থিতি বেড়ে যাওয়ায় কয়েক দফা ভোট গ্রহণের সময় বাড়িয়ে মধ্যরাতে নির্বাচন শেষ হয় জানায় ইরানি সংবাদমাধ্যমগুলো।
সংসদের ২৯০ আসনের বিপরীতে সাত হাজারের বেশি প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
এদিকে উদারপন্থিদের বয়কটের কারণে নির্বাচনে রক্ষণশীলরা জিততে পারেন বলে ধারণা করা হচ্ছে।
ইরানে প্রতি চারবছর পরপর সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৮ বছরের বেশি প্রাপ্ত বয়স্কদের ভোটে সংসদের সদস্যরা নির্বাচিত হন।
ইরানের সংসদ নির্বাচনে প্রতিটি আসনে জয়ী প্রার্থীকে ওই আসনের কমপক্ষে ২০ শতাংশ ভোট পেতে হয়। কেউ ২০ শতাংশ ভোট পেতে ব্যর্থ হলে ওই আসনে দ্বিতীয়বারের মতো নির্বাচন হয়।
শনিবার (২২ ফেব্রুয়ারি) নির্বাচনের সম্পূর্ণ ফলাফল প্রকাশের আশা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২০
এবি