ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মঈনুদ্দিন চিশতির মাজারে চাদর দিলেন মোদী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২০
মঈনুদ্দিন চিশতির মাজারে চাদর দিলেন মোদী চাদর হস্তান্তর করছেন মোদী।

পবিত্র আজমীর শরীফে গিয়ে খাজা মঈনুদ্দিন চিশতির (র.) মাজারে একটি চাদর বিতরণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ভারতের রাজস্থানের আজমীর শহরে পৌঁছান তিনি। পরে সফরসঙ্গীদের নিয়ে মাজারে যান তিনি।

এরপর মোদী দরগাহ ঘুরে দেখেন। পরে তিনি মাজারের প্রতিনিধিদের হাতে একটি চাদর হস্তান্তর করেন। এ সময় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নকভী উপস্থিত ছিলেন। পরে মোদীর তার টুইটার বার্তায় চাদর দেওয়ার একটি ছবি পোস্ট করেন। ফটোসেশনের মোদীসহ মাজারের মুসল্লিরা। এর আগে ২০১০ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজমীর শরীরের মাজারের সফরে যান। তিনি সেখানে দোয়া করেন এবং মাজারে দেড় লাখ রুপি দান করেন।

ত্রয়োদশ শতাব্দীতে নির্মিত এই দরগাহ শরীফ এতদাঞ্চলের মুসলমানসহ অন্য ধর্মাবলম্বীদের জন্য একটি পবিত্র তীর্থস্থান।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।