রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, করোনা ভাইরাসে দক্ষিণ কোরিয়ায় নতুন করে আরো দুইজনের মৃত্যু হয়েছে। ফলে কোভিড-১৯ ভাইরাসে দেশটিতে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো চারজনে।
দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র থেকে জানানো হয়েছে, নতুন মারা যাওয়াদের মধ্যে শনিবার (২২ ফেব্রুয়ারি) একজনের এবং রোববার আরেকজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন ৫০ বছর বয়সী পুরুষ। অপরজনের বিষয়ে জানা যায়নি।
এদিকে নতুন করে আক্রান্ত একশ ২৩ জনের মধ্যে ৯৩ জনই দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর দেইগুরের বাসিন্দা। এ শহের ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস।
প্রাণঘাতী করোনা ভাইরাসে সবশেষ পাওয়া তথ্যানুযায়ী মৃতের সংখ্যা বেড়ে দুই হাজার ৪৫৮ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে চীনের বাইরে মারা গেছেন ১৯ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত রয়েছেন ৭৮ হাজার ৫শ জনের মতো বেশি।
বাংলাদেশ সময়: ০৯৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২০
জেডএস