ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভাল্লুক শিকারের অনুমতি পেলেন ট্রাম্প জুনিয়র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২০
ভাল্লুক শিকারের অনুমতি পেলেন ট্রাম্প জুনিয়র বাদামি ভাল্লুক ও ডোনাল্ড ট্রাম্প জুনিয়র

এক হাজার মার্কিন ডলারের বিনিময়েই ভাল্লুক শিকারের অনুমতি পেয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র।

মার্কিন মুলুকের আলাস্কা প্রদেশের উত্তর পশ্চিমে বিখ্যাত নর্থ আমেরিকান ভাল্লুক (বাদামি রঙের) শিকার করবেন দেশটির প্রেসিডেন্টপুত্র।

আলাস্কার বেরিং উপকূল অঞ্চলে এই ভাল্লুকের বেশ উপদ্রব রয়েছে।

স্থানীয় ছাড়াও বাইরের কেউ শিকার করতে পারবেন, এমন উদ্যোগ নিয়েছে আলাস্কার প্রশাসন।

২৭টি এলাকায় শিকারের অনুমতির জন্য আবেদন জানিয়েছিলেন ট্রাম্প জুনিয়রসহ তিনজন।

আলাস্কার বন বিভাগ জানাচ্ছে, লটারির মাধ্যমেই নির্বাচিত হয়েছেন প্রেসিডেন্টপুত্র। এরপর হাজার মার্কিন ডলার ও ১৬০ ডলার (শিকারের লাইসেন্স) দিলেই ভাল্লুক শিকারে যেতে পারবেন ট্রাম্পপুত্র।

ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এর আগেও শিকার করতে আলাস্কা ও কানাডার বিভিন্ন এলাকায় সফর করেছেন। চলতি বছরের শেষেও হরিণ ও হাঁস শিকারে ফের আলাস্কা আসার কথা তার।

বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।