বিষয়টি রাজনীতির মাঠে বেশ আলোড়ন তুলেছে। বিশেষ করে তামিলনাড়ুতে বিষয়টি এখন ‘টক অব দ্য টাউন’।
শনিবার তামিলনাড়ুর কৃষ্ণগিরিতে একটি অনুষ্ঠানে বিজেপিতে যোগ দেন বীরাপ্পনের মেয়ে বিদ্যারানি। সেখানে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক মুরলীধর রাও এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পন রাধাকৃষ্ণান।
বিজেপিতে যোগ দিয়ে বিদ্যা বলেন, আমি সমাজের গরিব এবং পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করব। জাতি-ধর্ম নির্বিশেষ আমি কাজ করতে চাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের মানুষের জন্য একাধিক উন্নয়নমূলক পরিষেবা চালু করেছেন, আমি সেই পরিষেবা এবং প্রকল্পগুলিকে মানুষের কাছে পৌঁছে দিতে চাই।
ওই দিন বিদ্যারানি ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসা হাজারখানেক নেতাকর্মী বিজেপিতে যোগ দেন।
২০২১ সালে তামিলনাড়ু বিধানসভার নির্বাচন। বিজেপি সেখানে দলের অবস্থা শক্ত করতে চায়। আর তার অংশ হিসেবেই সেখানে নেতাকর্মী বাড়ানোর চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২০
নিউজ ডেস্ক