মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।
ভুটানের রাজার জন্মদিনের উপহার হিসেবে দেশটির প্রধানমন্ত্রী প্রস্তাব দিয়েছেন, দেশের প্রত্যেক নাগরিক একটি করে পথের কুকুর পালার দায়িত্ব নিতে পারেন।
গত শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথাং স্ট্যাডিয়ামে রাজার জন্মদিন উদযাপনের জন্য সমবেত জনতার উদ্দেশে ওই অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী লতা শেরিং এ প্রস্তাব দেন।
এছাড়া, আগামী এক বছরের মধ্যে শুরু করার জন্য অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য ও প্রযুক্তি খাতে বিভিন্ন প্রকল্পের ঘোষণাও দেন প্রধানমন্ত্রী।
এদিকে, ভুটানের সাংবাদিক ও মানসিক স্বাস্থ্য বিষয়ক বক্তা নামগা জ্যাম টুইটারে প্রধানমন্ত্রীর প্রস্তাবে সমর্থন জানিয়ে লিখেছেন, তিনি ও তার বাগদত্তা তিনটি বেওয়ারিশ কুকুর দত্তক নিয়েছেন।
বাংলাদেশ সময়: ১০৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২০
এফএম