শেষ খবর পর্যন্ত কোনো প্রাণহানির তথ্য না এলেও টানা বর্ষণে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে জাকার্তার সড়ক। বুকপানি ভেঙে প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে নিরাপদ আশ্রয়ে ছুটছেন মানুষ।
এদিকে পানিতে তলিয়ে থাকায় অনেক সড়ক বন্ধ করে দিয়েছে পুলিশ। বিঘ্ন হচ্ছে ট্রেন যোগাযোগ ব্যবস্থায়।
ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় বিদ্যুৎ বিপণন সংস্থা পারুসাহান লিসট্রিক নাগারা এক বিবৃতিতে জানিয়েছে, লোকজনকে অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে রক্ষায় তিন শতাধিক সাব-স্টেশন বন্ধ রাখা হয়েছে।
এর আগে চলতি বছরের জানুয়ারিতে দেশটিতে বন্যা ও ভূমিধসে অন্তত ৭০ জনের মৃত্যু হয়। ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে হয় কয়েক হাজার মানুষকে।
বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২০
জেডএস