ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দিল্লির মসজিদে আগুন, মিনারে হনুমানের পতাকা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২০
দিল্লির মসজিদে আগুন, মিনারে হনুমানের পতাকা

দিল্লির একটি মসজিদে আগুন দিয়ে মিনারে হনুমানের পতাকা লাগিয়েছে সংশোধিত নাগরিকত্ব আইনের সমর্থকরা। বলা হচ্ছে, এরা ক্ষমতাসীন মোদী সরকারের লোক। 

ওই মসজিদের মাইক ভেঙে ফেলা হয়েছে এবং ভারতের জাতীয় পতাকাও লাগিয়েছে দুর্বৃত্তরা। এলাকার দোকানগুলোতেও হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছৈ।

 

নাগরিকত্ব আইনের বিরোধী ও সমর্থকদের চলমান সহিংসতায় এ পর্যন্ত ২০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।  

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের মধ্যেই এই সহিংসতা ও প্রাণহানির ঘটনা ঘটলো।  

ভারতের গণমাধ্যমগুলো বলছে, হামলাকারীরা জয় শ্রী রাম স্লোগান দিয়ে মসজিদে হামলা চালায় এবং অগ্নিসংযোগ করে।  

সাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, হামলাকারীরা মসজিদের মিনারে উঠে হনুমানের পতাকা টাঙিয়ে দিচ্ছে।  

উত্তরপূর্ব দিল্লিতে যে কোনো ধরনের সমাবেশ নিষিদ্ধ করে দিয়েছে পুলিশ।  

সংঘর্ষে আহত হয়ে হাসপাতালে যারা চিকিৎসা নিচ্ছেন তাদের মধ্যে ৩১ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপতাল কর্তৃপক্ষ। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন।  

বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২০
এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।