ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দিল্লিতে সংঘর্ষে নিহত বেড়ে ২৭, শান্তি বজায়ে মোদীর টুইট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২০
দিল্লিতে সংঘর্ষে নিহত বেড়ে ২৭, শান্তি বজায়ে মোদীর টুইট দিল্লিতে সংঘর্ষে ধ্বংসস্তুপ, (ডানে) নরেন্দ্র মোদী

সংশোধিত নাগরিকত্ব আইনকে (সিএএ) কেন্দ্র করে ভারতের রাজধানী দিল্লিতে ছড়িয়ে পড়া সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যমে এ তথ্য জানানো হয়।

খবরে বলা হয়, সোমবার (২৪ ফেব্রুয়ারি) থেকে সিএএ’কে কেন্দ্র করে আইনটির সমর্থক ও বিরোধীদের মধ্যে ছড়িয়ে পড়া সংঘর্ষে ২৭ জন নিহত হয়।

এছাড়া সংঘর্ষে অন্তত দু’শ লোক আহত হয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতে সফরে আসার পরপরই দেশটির রাজধানীতে এ সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি সামাল দিতে উত্তর-পূর্ব দিল্লির ১০টি স্থানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এছাড়া সংঘর্ষের পরিপ্রেক্ষিতে দিল্লির যাতায়াত ব্যবস্থা স্থবির হয়ে পড়েছে।

দিল্লি পুলিশ জানায়, সংঘর্ষের ঘটনার পরিপ্রেক্ষিতে তারা ১৮টি এফআইআর দাখিল করেছে এবং ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একশ ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে সংঘর্ষে ঘটনায় সবাইকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

টুইটে তিনি লিখেন, আমি আমার দিল্লির ভাই-বোনদের কাছে অনুরোধ করছি তারা যেনো শান্তি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখেন।

এর আগে সংঘর্ষের ঘটনায় স্বরাষ্টমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবি জানিয়েছেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রধান সোনিয়া গান্ধী। সোমবার নয়াদিল্লিতে দলটির সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২০
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।