কভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। ফলে বিশ্বজুড়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৯৭৯ জনে। নতুন করে চীনে এ রোগে আক্রান্ত হয়েছেন ৫৭৩ জন। মোট আক্রান্তের সংখ্যা ৮৬ হাজার ৫২৯।
রোববার (০১ মার্চ) চীনের স্বাস্থ্য কমিশনের বরাত দিয়ে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
খবরে বলা হয়, চীনে এ রোগে আক্রান্ত হয়েছে মোট ৭৯ হাজার ৮২৪ জন, মৃত্যু হয়েছে ২ হাজার ৮৭০ জনের।
চীনের বাইরে এ রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে দক্ষিণ কোরিয়ায়। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ১৫০, প্রাণ গেছে ১৭ জনের। ইতালিতেও আক্রান্ত হয়েছেন ১ হাজার ১২৮ জন। দেশটিতে এ রোগে আক্রান্ত হয়েছে প্রাণ হারিয়েছেন ২৯ জন। আর ইরানে কভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৩ জনের, আক্রান্ত হয়েছেন আরও ৫শ ৯৩ জন। এছাড়াও জাপান, ফ্রান্স, সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র, জার্মানি, স্পেন, কুয়েত, থাইল্যান্ড, তাইওয়ানসহ বহু দেশে কভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছেই। কভিড-১৯ এ আক্রান্ত হওয়ার পর চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৪১ হাজার ৯৫৮ জন।
২০১৯ সালের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে কভিড-১৯ বিশ্বের ৫৩টি দেশে ছড়িয়ে পড়েছে।
বাংলাদেশ সময়: ০৯০৭ ঘণ্টা, মার্চ ০১, ২০২০
এইচএডি/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।