ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে প্রথম মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২০ ঘণ্টা, মার্চ ১, ২০২০
যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে প্রথম মৃত্যু

কভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে এবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে একজনের মৃত্যু হয়েছে।

রোববার (০১ মার্চ) যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।

খবরে বলা হয়, ওয়াশিংটনের উত্তর-পশ্চিমাঞ্চলে কভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।

স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা শনিবার (২৯ ফেব্রুয়ারি) জানিয়েছিলেন, করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর ওয়াশিংটনের কিং কাউন্টিতে পঞ্চাশের দশকে জন্ম নেওয়া একজন পুরুষের মৃত্যু হয়েছে। তবে এ রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর আগে তিনি কোনো ঝুঁকিপূর্ণ এলাকা ভ্রমণ করেননি।

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছি।

এর আগে মৃতকে ট্রাম্প ‘চমৎকার নারী’ হিসেবে উল্লেখ করেছিলেন। কিন্তু স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, মৃত নারী নয়, পুরুষ। ফলে এটা নিয়ে বেশ বিভ্রান্তিই তৈরি হয়েছিল।

করোনা ভাইরাস প্রতিরোধে সতর্কতা হিসেবে ইরান ভ্রমণের ক্ষেত্রে বিধিনিষেধের পরিধি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে দক্ষিণ কোরিয়া এবং ইতালিতে যেসব এলাকায় এ ভাইরাস ছড়িয়ে পড়েছে সে এলাকাগুলো এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে এ ঘটনার পরিপ্রেক্ষিতে ওয়াশিংটনের গভর্নর জে ইনসেলি স্টেট ইমার্জেন্সি ঘোষণা করেছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৬২ জন কভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন।

২০১৯ সালের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে কভিড-১৯ বিশ্বের ৫৩টি দেশে ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত এ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২ হাজার ৯৭৯ জনের। আক্রান্ত হয়েছেন ৮৬ হাজার ৫২৯ জন।

আরও পড়ুন>> করোনা ভাইরাসে চীনে আরও ৩৫ জনের মৃত্যু

বাংলাদেশ সময়: ১০১৯ ঘণ্টা, মার্চ ০১, ২০২০
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।