এ বিষয়ে চিকিৎসক ড. সুয়ান্নাচি জানান, থাই নাগরিক ওই ব্যক্তি কোভিড-১৯ রোগে আক্রান্ত হওয়ার আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। এতে তার বিভিন্ন অঙ্গ বিকল হয়ে যায়।
করোনা ভাইরাসে আরো ৪২ জন আক্রান্ত হওয়ার তথ্য জানিয়েছে থাই কর্তৃপক্ষ। তবে ভাইরাসটিতে রোববারই দেশটিতে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হলো।
এদিন করোনা ভাইরাসে থাইল্যান্ড ছাড়াও প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া।
করোনা ভাইরাস অর্থ্যাৎ কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে শনিবার আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। ফলে বিশ্বজুড়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৯৭৯ জনে। চীনে নতুন করে এ রোগে আক্রান্ত হয়েছেন আরো ৫৭৩ জন। ফলে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮৬ হাজার ৫২৯ জনে।
বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, মার্চ ০১, ২০২০
জেডএস